কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


একটি হুইল চেয়ারের আকুতি প্রতিবন্ধী শিশু কাওছারের

 মো. জাকির হোসেন, স্টাফ রিপোর্টার, হোসেনপুর | ২ সেপ্টেম্বর ২০১৮, রবিবার, ৫:৩৭ | কলকাকলি 


সাত বছরের শিশু কাওছার আহমেদ। এই বয়সে তার মাঠে-ঘুরে বেড়ানোর কথা ছিল, কথা ছিল সমবয়সীদের সাথে স্কুলে যাওয়ার। কিন্তু শারীরিক প্রতিবন্ধিতা ছোট্ট শিশু কাওছারের সব সময় কেড়ে নিয়েছে।

খেলাধুলা, স্কুলে যাওয়া দূরের কথা, বাবা-মা আর আত্মীয় স্বজনের কোলে চড়ে চলাফেরা করতে হয় শিশুটিকে। জন্মের পর থেকেই চলাফেরায় অক্ষম কাওছার।

হোসেনপুর পৌর এলাকার পশ্চিম দ্বীপেশ্বরের সব্জি বিক্রেতা বাবা নয়ন মিয়ার ক্ষুদ্র উপার্জনে সংসার চলে টেনেটুনে। ফলে শিশুপুত্রকে একটি হুইল চেয়ার কিনে দেয়ার মতো সামর্থ্য তার নেই।

বিভিন্নজনের কাছে একটি হুইল চেয়ার সহযোগিতা চেয়েও মিলেনি। শারীরিক অক্ষমতা শিশুটিকে ঠেলে দিয়েছে এক অনিশ্চিত ভবিষ্যতে দিকে।

প্রতিবন্ধী শিশু কাওছারের জন্য একটি হুইল চেয়ারের আকুতি জানিয়ে মা সরুফা জানান, চলাফেরা করতে পারে না বলে কাওছারকে তারা স্কুলে পাঠাতে পারেন না। কাওছার ছাড়াও তাদের আরেকটি শিশু সন্তান রয়েছে। দু’জনকে সামলে সংসারের কাজ করা তার জন্য দুরুহ হয়ে দাঁড়িয়েছে। কাওছারের জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা হলে, সে হুইল চেয়ারে চলাফেরা করার সুযোগ পেতো। তারাও কিছুটা স্বস্তি পেতেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর