কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ১৮ অসহায় নারী, পুরুষ ও শিশুকে হুইল চেয়ার উপহার

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ৬:৩৪ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হতদরিদ্র ১৮ জন চলন শক্তিহীন নারী, পুরুষ ও শিশুর মধ্যে উপহার হিসেবে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার হোসেন্দী পরিষদ মিলনায়তনে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।

নুরুল ইসলাম-নুরজাহান হিউম্যানিটি ওয়েল ফেয়ার ফাউন্ডেশন অসহায় নারী-পুরুষদের মধ্যে এসব হুইল চেয়ার উপহার হিসেবে বিতরণ করে।

এ উপলক্ষে হোসেন্দী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ হাদিউল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় নারী-পুরুষদের হাতে হুইল চেয়ার তুলে দেন, নুরুল ইসলাম-নুরজাহান হিউম্যানিটি ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমেদ ফারুক খোকন।

এসময় হোসেন্দী দাখিল মাদ্রাসার সুপার মো. সালাহ উদ্দিন, হোসেন্দী ইউপি সচিব মোহাম্মদ সারওয়ার হাসান, প্যানেল চেয়ারম্যান মফিজুল হক মেনু, ইউপি সদস্য মো. রুস্তুম আলী, জহির রায়হান শিয়াম, হোসেন্দী বাজার বণিক সমিতির সভাপতি মো. মাঈন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আহমেদ ফারুক খোকন বলেন, আমার প্রয়াত বাবা-মার স্মৃতি ধরে রাখার উদ্দেশ্যেই এ ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করা হয়েছে। এর মাধ্যমে সমাজের অসহায়, দরিদ্র মানুষের কল্যাণে কাজ করা হবে।

এরই অংশ হিসেবে হোসেন্দী এলাকার ১৮জন অসহায় মানুষকে হুইল চেয়ার উপহার দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ফাউন্ডেশনের সমাজসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর