কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় কাবাডি খেলার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৯ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৮:৩৬ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কাবাডি খেলার জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার আদর্শপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট আদর্শপাড়া এলাকায় অনুষ্ঠিত কাবাডি খেলায় দর্শক সারিতে বসাকে কেন্দ্র করে বাগবিতণ্ডায় জড়ায় পাকুন্দিয়া উপজেলার আদর্শপাড়া গ্রাম ও পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলার ভিটিপাড়া গ্রামের কয়েক যুবক।

এর জের ধরে শনিবার (৯ সেপ্টেম্বর) ওই দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন বলেন, কাবাডি খেলার জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর