কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভার ৬৮ লাখ ২২ হাজার টাকার ১৫টি উন্নয়ন কাজের ঠিকাদার নির্ধারণে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় পৌরসভার হলরুমে এ লটারি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাজিতপুর পৌরসভার মেয়র মো. আনোয়ার হোসেন আশরাফ।
উন্মুক্ত লটারি কার্যক্রমে পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আকন্দ, সহকারী প্রকৌশলী মো. নওশাদ আলম, উপ-সহকারী প্রকৌশলী দেবজিত চন্দ্র দাস, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাছিমা বেগম, ছালমা আক্তার ও সেলিনা আক্তার খাতুন, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ শওকত কামাল খান, প্যানেল মেয়র-২ মো. শফিকুল ইসলাম রাসেল, মো. রাসেল মিয়া, মো. হেলাল উদ্দিন, মুহাম্মদ আব্দুর রহিম, মো. কবিরুল ইসলাম, মুহাম্মদ আলী আকরাম, শওকত মিয়া, মো. শহিদ মিয়া প্রমুখ ছাড়াও প্রশাসনের কয়েকটি দপ্তরের কর্মকর্তা ও ঠিকাদারগণ উপস্থিত ছিলেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, ২০২২-২০২৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও পৌর রাজস্ব তহবিল থেকে ১৫টি উন্নয়ন কাজের টেন্ডার দেওয়া হয়। বিভিন্ন উপজেলার ২৬ জন ঠিকাদার টেন্ডারে অংশগ্রহণ করেন।
বৈধ দরদাতাদের মধ্যে থেকে উন্মুক্ত লটারির মাধ্যমে ঠিকাদার নির্ধারণ করা হয়েছে।