কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণ

 স্টাফ রিপোর্টার | ২২ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার, ৬:৪৭ | বিশেষ সংবাদ 


শব্দদূষণ নিয়ন্ত্রণে পেশাজীবী, সাংবাদিক ও বেসরকারী সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে কিশোরগঞ্জে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে গুরুদয়াল সরকারি কলেজ অডিটোরিয়ামে পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এ প্রশিক্ষণের আয়োজন করে।

প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জামালুর রহমান।

প্রতিপাদ্য বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প ব্যবস্থাপক মো. ফজলে এলাহী।

প্রকল্পের ট্রেইনিং এন্ড ক্যাম্পেইন স্পেশালিষ্ট গাজী মহিবুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় শব্দদূষণ নিয়ে বিশেষ আলোচনা করেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. মুদাচ্ছির মাহমুদ।

এছাড়া অন্যদের মধ্যে সহযোগী অধ্যাপক গোলাম রাব্বানী, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জাওয়াতা আফনান, পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জের সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহরীম সৌরভ, সিনিয়র আইনজীবী নাসিরউদ্দীন ফারুকী, জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু আ লতিফ, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, আবদুর রহমান রুমী প্রমুখ বক্তৃতা করেন।

বক্তারা বলেন, হর্ন বা অন্য কোন মাধ্যমে শব্দদূষণ এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া রাজনৈতিক ও ধর্মীয় আলোচনায় উচ্চ মাত্রায় শব্দ ব্যবহার হচ্ছে। এতে করে সর্বত্র পরিচ্ছন্ন পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি অনেকে কানে কম শোনাসহ সব শ্রেণির মানুষ প্রায়ই ভোগান্তিতে পড়ছেন। এ বিষয়ে দ্রুত কার্যকরী প্রদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।

সভায় আয়োজকরা জানান, শব্দদূষণ নিয়ে পাঠ্যপুস্তকে পাঠ সংযোজন হচ্ছে। ইতোমধ্যে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সাড়াও পাওয়া গেছে। দ্রুতই হয়তো পাঠ্যপুস্তকে শব্দদূষণ নিয়ে পাঠ সংযোজন হয়ে যাবে।

প্রশিক্ষণ কর্মশালায় পেশাজীবী, সাংবাদিক ও বেসরকারী সংস্থার দেড় শতাধিক প্রতিনিধি অংশ নেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর