কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

 আফসার হোসেন তূর্জা, ভৈরব | ২০ জুলাই ২০২২, বুধবার, ১১:১৩ | ভৈরব 


কিশোরগঞ্জের ভৈরবে সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের ছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাস বুধবার (২০ জুলাই) আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী অনুষ্ঠানে স্ব স্ব বিভাগের বিভাগীয় প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খাদিজা ইয়াসমীন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ অলিউর রহমান।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত এর মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে কলেজ শিক্ষকদের পক্ষ থেকে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খাদিজা ইয়াসমীন নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও বাস্তবধর্মী শিক্ষা অর্জনের মাধ্যমে নৈতিকতাপূর্ণ ও মানবিক সমাজব্যবস্থা সৃষ্টির লক্ষ্যে এবং সুশিক্ষিত জাতি গঠনে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এজন্য তোমাদের অনেক কিছু ত্যাগ করে লেখাপড়ায় মনোযোগী হতে হবে।

বক্তব্য শেষে বিভিন্ন বিভাগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পরে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যসূচী, ক্লাস রুটিন বিতরণসহ উপস্থিত সকলকে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর