কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করিমগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে জয়কা ইউনিয়ন চ্যাম্পিয়ন

 করিমগঞ্জ সংবাদদাতা | ১৯ মে ২০২২, বৃহস্পতিবার, ৮:২৩ | করিমগঞ্জ  


কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব ১৭, বালক) জয়কা ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে গুনধর ইউনিয়ন।

বৃহস্পতিবার (১৯ মে) বিকাল ৪টায় করিমগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্ট পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু।

উপজেলা ভাইস চেয়ারম্যান হান্নান মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমানুল্লাহ দরজী, ডিএফএ এর কার্যকরী সদস্য জিএম ইয়াহইয়া ভূইয়া, উপজেলা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মতিউর রহমান মাহবুব, পৌর আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির স্বপন ভান্ডারী, সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর সিরাজী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বারঘড়িয়া ইউপি চেয়ারম্যান কামরুল আহসান কাঞ্চন, জয়কা ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, গুনধর ইউপি চেয়ারম্যান আবু সায়েম রাসেল, নোয়াবাদ ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, কিরাটন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

খেলার প্রথমার্ধে গুনধর ১-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে জয়কা ১-১ গোলে সমতায় ফিরে। পরবর্তীতে ট্রাইবেকারে জয়কা বিজয়ী হয়।

দীর্ঘদিন পর ফুটবলকে ঘিরে মাঠের চারপাশ ছিল কানায় কানায় পূর্ণ। ক্রীড়ামোদী উৎসুক জনতাকে নিয়ন্ত্রণ করতে আইনপ্রয়োগকারী সংস্থার লোকজনকে বেশ বেগ পেতে হয়েছে।

খেলা পরিচালনা করেন রিপেল হাসান। তাকে সহযোগিতা করেন ফেরদৌস আলম ও সাইফুজ্জামান নয়ন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর