কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় করোনায় আরো একজনের মৃত্যু

 স্টাফ রিপোর্টার | ২৫ জুলাই ২০২১, রবিবার, ১১:৩৩ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ মারা যাওয়া ব্যক্তির নাম আব্দুল লতিফ (৮৮)। তিনি কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৪ জুলাই) মৃত্যুবরণ করেছেন।

কোভিড-১৯ আক্রান্ত হয়ে তিনি পাঁচদিন হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন।

এ নিয়ে চলতি জুলাই মাসে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে এ উপজেলার চারজনের মৃত্যু হয়েছে।

এছাড়া উপজেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সর্বশেষ রোববার (২৫ জুলাই) রাতে প্রকাশিত রিপোর্টে উপজেলায় নতুন করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

ফলে চলতি জুলাই মাসে এরই মধ্যে মোট ১৭১ জনের করোনা শনাক্ত হয়েছে।

দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে গত ৩০ জুন পর্যন্ত সেখানে ২৮৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। মাত্র ২৪ দিন পর উপজেলায় এখন মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৫ জন।

গত জুন মাসে মোট ৩৯ জনের করোনা শনাক্ত হলেও চলতি জুলাই মাসের ২৫ দিনেই শনাক্তের সংখ্যা জুনের সংখ্যার চারগুণ অতিক্রম করেছে।

সর্বশেষ রোববার (২৫ জুলাই) রাতে কিশোরগঞ্জের সিভিল সার্জন প্রদত্ত রিপোর্ট অনুযায়ী, এখন পর্যন্ত উপজেলায় মোট ২১৭৮ টি নমুনা সংগ্রহ করা হয়েছে।

এতে মোট শনাক্ত হওয়া ৪৫৫ জনের মধ্যে মোট ২৭৪ জন সুস্থ হয়েছেন। এছাড়া ৯ জন মৃত্যুবরণ করেছেন।

বর্তমানে ১৭২ জন রোগী হাসপাতাল ও বাড়িতে আইসোলেশনে রয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর