কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ময়মনসিংহ অঞ্চলে ছড়াগান-পল্লীগীতিতে সেরা কিশোরগঞ্জের কাশ্মীর

 স্টাফ রিপোর্টার | ১৮ এপ্রিল ২০১৮, বুধবার, ৪:৩১ | বিনোদন 


জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার ছড়াগান ও পল্লীগীতিতে ময়মনসিংহ অঞ্চলের আট জেলার প্রতিযোগীদের মধ্যে প্রথম হয়েছে কিশোরগঞ্জের ফারাহ ফারদিন কাশ্মীর। এর মাধ্যমে সে দু’টি প্রতিযোগিতাতেই জাতীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।

বুধবার ময়মনসিংহ শিশু একাডেমি মিলনায়তনে ময়মনসিংহ অঞ্চলের জাতীয় ছড়াগান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলা ময়মনসিংহ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, নেত্রকোনা, শেরপুর ও জামালপুর এবং নরসিংদী ও গাজীপুর এই মোট আট জেলার প্রতিযোগীরা অংশ নেয়। তাদের মধ্যে প্রথম স্থান অধিকার করে ফারাহ ফারদিন কাশ্মীর।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত পল্লীগীতি প্রতিযোগিতায়ও ময়মনসিংহ অঞ্চলে প্রথম স্থান অধিকার করে কাশ্মীর।

ফারাহ ফারদিন কাশ্মীর দৈনিক আমাদের সময় এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল এর ছেলে। সে কিশোরগঞ্জ সদর উপজেলার আ. ম. মঈনূল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর