কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পদ্মা সেতুর উদ্বোধনী মঞ্চে কিশোরগঞ্জের নৃত্যাঙ্গণ একাডেমির সাংস্কৃতিক পরিবেশনা

 স্টাফ রিপোর্টার | ২৬ জুন ২০২২, রবিবার, ৯:১১ | বিনোদন 


স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে পদ্মাপাড়ের মাওয়া প্রান্তে শিমুলিয়া ফেরিঘাটে পদ্মা সেতুর উদ্বোধনী মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশনের মাধ্যমে ইতিহাসের স্বাক্ষী হলো কিশোরগঞ্জের অন্যতম সাংস্কৃতিক সংগঠন নৃত্যাঙ্গণ একাডেমি।

শনিবার (২৫ জুন) সন্ধ্যায় নৃত্যাঙ্গণ একাডেমির ৪৫ সদস্যের টিম এ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।

অনুষ্ঠানে নৃত্যাঙ্গণ একাডেমির পরিচালক সুব্রত দে টুনটুন এর নৃত্য পরিচলানায় গীতি নৃত্যনাট্য ‘চন্দ্রাবতী’ পরিবেশনা ছাড়াও নৃত্যাঙ্গণ একাডেমির নৃত্যদল দুইটি দলীয় নৃত্যে অংশ নেয়।

মোট এক ঘন্টার এ পরিবেশনা উপভোগ করেন পদ্মাপাড়ে সমবেত হওয়া হাজারো দর্শক।

সুব্রত দে টুনটুন জানান, পদ্মা সেতুর মূল মঞ্চে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর জীবনালেখ্য অবলম্বনে গীতি নৃত্যনাট্য চন্দ্রাবতী পরিবেশন করে নৃত্যাঙ্গণ একাডেমি। এর গ্রন্থণা ও সুর সংযোজনায় ছিলেন বিজন কান্তি দাশ। গীতি নৃত্যনাট্যটি নির্দেশনায় ছিলেন আব্দুল ওয়াহাব।

গীতি নৃত্যনাট্য চন্দ্রাবতীর কলাকুশলী ও অভিনয় শিল্পীরা ছিলেন, শরীফ আহমেদ, নাফিসা আঞ্জুম প্রভা, হারুন আল রশীদ, আবু জাবিদ ভূঞা সোহেল, শাহ শান্ত, নিপা, সুমাইয়া, মাহিদ, তুলি, সেঁজুতি, সেমন্তী, জয়া, জ্যোতি, ঝিলিক, অধরা, মৌমিতা, মাজহারুল ইসলাম কাঞ্চন, বাপ্পী, রানা, অনুরাগ, সাজিদ, সজিব, গীতা, কবির ও স্নিগ্ধ।

নৃত্যাঙ্গণ একাডেমির পরিচালক সুব্রত দে টুনটুন বলেন, মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের আমন্ত্রণে নৃত্যাঙ্গণ একাডেমি পদ্মা সেতুর উদ্বোধনী মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশন করতে যায়। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মতো এমন একটি ঐতিহাসিক উদযাপনের অংশ হতে পেরে আমরা গর্বিত।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর