কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে স্বামী-সন্তানের পর স্ত্রীর করোনা শনাক্ত

 আমিনুল ইসলাম বাবুল, তাড়াইল | ১১ জুন ২০২০, বৃহস্পতিবার, ১:৫০ | তাড়াইল  


কিশোরগঞ্জ জেলায় সর্বশেষ বুধবার (১০ জুন) দিবাগত রাতে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে ৪৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই ৪৯ জনের মধ্যে জেলার তাড়াইল উপজেলায় একজন রয়েছেন।

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. বদরুল হাসান রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মো. বদরুল হাসান রনি জানান, বুধবার (১০ জুন) রাতে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে উপজেলায় নতুন করে একজনের করোনা শনাক্ত হয়েছে। তিনি একজন নারী। উনার বয়স ৬০ বছর।

এর আগে গত ২ জুন পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে প্রথমে তার ছেলে (৪০) করোনা পজেটিভ হন। পরবর্তিতে মঙ্গলবার (৯ জুন) পাওয়া রিপোর্টে ওই নারীর স্বামীর (৭২) করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে।

ছেলে ও স্বামীর পর ওই নারীর করোনা শনাক্ত হওয়ায় এখন পরিবারটির তিনজনের করোনা পজেটিভ। তিনজনই বর্তমানে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে  নিজ বাসায় হোম আইসোলেশনে রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, পরিবারটি উপজেলার তাড়াইল-সাচাইল ইউনিয়নের তাড়াইল বাজারের এবং সনাতন ধর্মের।

পরিবারটির করোনা শনাক্ত হওয়া তিনজনের মধ্যে বাবা ও ছেলে তাড়াইল বাজারের ব্যবসায়ী।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, মঙ্গলবার (৯ জুন) পর্যন্ত তাড়াইল উপজেলায় করোনা শনাক্তের সংখ্যা ছিল ৫৮ জন। বুধবার (১০ জুন) নতুন করে আরো একজনের করোনা শনাক্ত হওয়ায় বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে।

তাদের মধ্যে ইতোমধ্যে ৩২ জন করোনাভাইরাস মুক্ত হয়ে সুস্থ হয়েছেন। বাকিরা হাসপাতাল ও বাসায় আইসোলেশনে রয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর