কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


অষ্টগ্রাম ও বাজিতপুর থানার ওসি অদল-বদল

 মোহাম্মদ খলিলুর রহমান, বাজিতপুর | ৮ ডিসেম্বর ২০২৩, শুক্রবার, ৪:১৬ | প্রশাসন 


কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে অদল-বদল হয়েছে। বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শফিকুল ইসলাম অষ্টগ্রাম থানার এবং অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম বাজিতপুর থানার দায়িত্ব পেয়েছেন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম ২০২২ সালের ১৮ আগস্ট অষ্টগ্রাম থানায় ওসি হিসেবে যোগদান করেন।

অন্যদিকে মুহাম্মদ শফিকুল ইসলাম ২০২২ সালের ১১ ফেব্রুয়ারি বাজিতপুর থানার ওসি হিসেবে যোগদান করেছিলেন।

দুইজন ওসি তাদের ওপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করে নিজ নিজ এলাকায় সুনাম অর্জন করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর