কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে আইভি রহমান স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

 স্টাফ রিপোর্টার | ২৪ আগস্ট ২০২৩, বৃহস্পতিবার, ৬:৪৬ | রকমারি 


একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী আইভি রহমানের ১৯তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য দিলারা বেগম আসমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান।

জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নারীনেত্রী বিলকিছ বেগমের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থা কিশোরগঞ্জের চেয়ারম্যান মানছুরা জামান নতুন।

আলোচনা সভায় অন্যদের মধ্যে জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফেরদৌসি কামাল জোসনা, যুগ্মসাধারণ সম্পাদক সুলতানা সাজিদা ইয়াসমিন ও ফাহিমা আক্তার পলি, সাংগঠনিক সম্পাদক হাসিনা হায়দার চামেলী ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা আক্তার, বাজিতপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান গোলনাহার ফারুক, নারীনেত্রী মাহফুজা আরা পলক প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ প্রয়াত নারীনেত্রী আইভি রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক দর্শন ও দলীয় আনুগত্য-ত্যাগের মূল্যায়নের ওপর আলোকপাত করেন।

আলোচনা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী জনসভায় গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট মারা যান নারীনেত্রী আইভি রহমান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর