কিশোরগঞ্জের কটিয়াদীতে চার কেজি গাঁজাসহ মোছা. পেয়ারা বেগম (৪৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, সে একজন মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় কটিয়াদী মডেল থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে এসব গাঁজাসহ তাকে আটক করে।
গাঁজাসহ আটক হওয়া মোছা. পেয়ারা বেগম টাংগাইল জেলার ঘাটাইল উপজেলার কমলাপাড়া এলাকার মো. গোলাম মোস্তফার স্ত্রী।
কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় কটিয়াদী মডেল থানা পুলিশের এসআই মো. দুলাল মিয়া সঙ্গীয় নারী অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে চার কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী মোছা. পেয়ারা বেগমকে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোছা. পেয়ারা বেগম জানায়, সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সীমান্ত অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ জেলাসহ আশেপাশের জেলাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছে।
এ ঘটনায় কটিয়াদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।