কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


সিডনি মাততে যাচ্ছে ‘প্রহেলিকা’ উৎসবে

 স্টাফ রিপোর্টার | ১ আগস্ট ২০২৩, মঙ্গলবার, ৫:০১ | রকমারি 


দেশে বিপুল জনপ্রিয়তা পাওয়ার পর এবার সিডনিসহ অস্ট্রেলিয়ার প্রধান শহরগুলোতে মুক্তি পাচ্ছে চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’। আগামী ৫ আগস্ট সিডনির হোয়েটস ব্ল্যাকটাউন সিনেমা হলে সন্ধ্যা ৬টায় প্রিমিয়ার শো হবে বাংলাদেশি এ সিনেমাটির।

‘প্রহেলিকা’ মুক্তির ঘোষণার পরপরই সিডনির প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এটি ব্যাপক সাড়া জাগিয়েছে। ফলে প্রিমিয়ারের টিকিট শেষ হয়ে যাওয়ায় দর্শক অনুরোধে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি সিনেমা অস্ট্রেলিয়ার মাল্টিপ্ল্যাক্সে প্রিমিয়ারের ১০ মিনিট অন্তর অন্তর মোট ৩টি শো প্রদর্শিত হতে যাচ্ছে।

এছাড়া দর্শকদের জন্য বাড়তি আনন্দ হিসেবে থাকছে সিডনির প্রিমিয়ার শো’র সময় চলচ্চিত্রটির অন্যতম প্রধান চরিত্র মাহফুজ আহমেদের উপস্থিতি। যেন ‘প্রহেলিকা’ সিনেমাকে ঘিরে উৎসবে মাতোয়ারা হতে চলেছে সিডনি।

আগামী ৫ আগস্ট সন্ধ্যা ৬টা, ৬টা ১০ মিনিট এবং ৬টা ২০ মিনিটে হোয়টস ব্ল্যাকটাউন সিনেমা হলে চলবে প্রহেলিকা যা ইতিমধ্যে হাউজফুল। এরপর দেশটির রাজধানী ক্যানবেরাসহ মেলবোর্ন, অ্যাডিলেড, ব্রিজবেন এবং সিডনির ব্যাংকসটাউনও চলবে প্রহেলিকা।

এছাড়া পার্শ্ববর্তী দেশ নিউজিল্যান্ডেও মুক্তি পাওয়ার কথা রয়েছে চলচ্চিত্রটির। ঈদুল আজহায় মুক্তির পর থেকেই দেশজুড়ে দর্শকদের বিপুল প্রশংসা কুড়িয়েছে প্রহেলিকা।

দীর্ঘ আট বছর পর প্রহেলিকার মধ্য দিয়ে বড় পর্দায় ফিরেছেন জনপ্রিয় তারকা অভিনেতা মাহফুজ আহমেদ। দীর্ঘ অপেক্ষার পর পর্দায় ‘মনা’ চরিত্রে মাহফুজ আহমেদকে উপভোগ করেছেন ভক্তরা।

চলচ্চিত্রটিতে প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করছেন মাহফুজ আহমেদ ও বুবলী। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ ও সাবিহা জামানসহ আরও অনেকে।

রঙ্গন মিউজিক প্রযোজিত সিনেমার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। অস্ট্রেলিয়ায় প্রহেলিকা পরিবেশন করছে বাংলাদেশি সংগঠন পথ প্রোডাকশন ও দেশি ইভেন্টস।

পথ প্রোডাকশনের মুখপাত্র সাকিব ইফতেখার বলেন, ‘এত সুন্দর একটা সিনেমা প্রবাসী বাংলাদেশিদের জন্য পরিবেশন করতে পেরে আমরা অনেক আনন্দিত। আর বাংলাদেশে ইতিমধ্যে প্রশংসিত হওয়ার কারণে আবার আমাদের প্রিয় তারকা মাহফুজ আহমেদের দীর্ঘবছর পর ফিরে আসা এই দুই মিলিয়েই দর্শক চাহিদা অনেক বেশি পাচ্ছি। প্রথমে শুধু প্রিমিয়ার শো থাকার কথা থাকলেও চলচ্চিত্রপ্রেমিদের অনুরোধেই আসলে একই দিনে আরও শো বাড়ানো হয়েছে। অন্যান্য দিনের শো’য়ের টিকিটও দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে।’

সিনেমার গান শুনেই প্রহেলিকা দেখতে উৎসুক হওয়ার কথা জানান প্রবাসী বাংলাদেশি ছাত্র নভোনীল রহমান। বলেন, ‘প্রহেলিকা সিনেমার গান মেঘের নৌকা, বিধূর ভালোবাসা এই গানগুলো শোনার পর থেকেই সিনেমাটি দেখার জন্য অধীর অপেক্ষায় ছিলাম। আমি টিকিট কেটেছি সিনেমাটি দেখতে। পরিবার নিয়ে যাচ্ছি। আশা করছি বরাবরের মতোই মাহফুজ আহমেদের অভিনয় উপভোগ্য হবে।’

মাহফুজ আহমেদ মানেই ভিন্ন কিছু দেখার আশা রাখেন বলে জানালেন প্রবাসী বাংলাদেশি লাকেম্বার অ্যাল্ডি সুপার মার্কেটের ব্যবস্থাপক বোরহান লিমন খান। বলেন, ‘অভিনেতা মাহফুজ আহমেদকে চেনা অগণিত জনের। কিন্তু মাহফুজ আহমেদের পরিবার সিডনি থাকার কারণে তিনি প্রায়শই অস্ট্রেলিয়া অবস্থান আসেন। সে সুবাদে ব্যক্তিগতভাবে পরিচয় রয়েছে উনার সঙ্গে, অনেকবার দেখা হয়েছে। তাই আমি জানি মাহফুজ আহমেদ মানেই নতুন আঙ্গিকে কিছু দেখতে পাব। প্রিমিয়ার দেখতে যাচ্ছি দলবলে।’


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর