কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো শিশুর

 নূরুল হক ভূঁইয়া | ১৫ জুন ২০২৩, বৃহস্পতিবার, ৭:৪০ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জে লরির চাকায় পিষ্ট হয়ে রিফাত নামে সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) বেলা ১২টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নে মাঠের বাজার-কালিয়ারকান্দা রাস্তার গাগলাইল গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রিফাত গাগলাইল গ্রামের সাইফুল ইসলামে নাতি। তার পিতার নাম সাগর মিয়া। তিনি টাঙ্গাইল জেলার বাসিন্দা।

সড়ক দুর্ঘটনায় শিশু রিফাতের মৃত্যুর এ ঘটনায় পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্র জানায়, রিফাতের বাবা সাগর মিয়া এবং মা ফাতেমা খাতুন ঢাকার একটি পোষাক কারখানায় কাজ করেন।

শিশু রিফাত তার নানার বাড়ি গাগলাইল গ্রামে নানা-নানির সাথে বসবাস করতো।

সম্প্রতি রিফাতের মা ফাতেমা খাতুন ছুটি নিয়ে বাবার বাড়িতে আসেন। এর মধ্যেই বৃহস্পতিবার (১৫ জুন) বেলা ১২টার দিকে ঘটে হৃদয়বিদারক ঘটনাটি।

শিশুপুত্রের লাশ সামনে নিয়ে মা ফাতেমা খাতুনের আহাজারিতে ভারি হয়ে উঠে এলাকার পরিবেশ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর