কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবাসহ মো. কাজল মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)। সোমবার (১২ জুন) দিবাগত রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের ঠাডাপাড়া বাজার এলাকা থেকে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়।
গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) এর এসআই মো. ফারুক আহমেদ সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন।
ইয়াবাসহ আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. কাজল মিয়া জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের মুদিরগাঁও গ্রামের মো. সনু মিয়ার ছেলে।
কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্র জানায়, মো. কাজল মিয়া একজন মাদক ব্যবসায়ী। সে বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ সদরসহ আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১২ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) এর একটি টিম কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের ঠাডাপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ১০০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. কাজল মিয়াকে আটক করা হয়।
এ ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।