কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের আলোচনা সভা

 স্টাফ রিপোর্টার | ৮ মার্চ ২০২৩, বুধবার, ৭:১৬ | কিশোরগঞ্জ সদর 


নানা আয়োজনে কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এ প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা করেছে।

বুধবার (৮ মার্চ) বিকালে শহরতলীর কাটাবাড়িয়া এলাকায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডিপিএফ সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান।

ডিপিএফ সেক্রেটারি মীর আশরাফ উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ মো. জাভেদ রহিম।

আলোচনা সভায় অন্যদের মধ্যে দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার সম্পাদক আহমেদ উল্লাহ, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা আক্তার, কিশোরগঞ্জ মানবাধিকার ফোরাম এর সহ-সভাপতি এডভোকেট মায়া ভৌমিক, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর হাসিনা হায়দার চামেলী, নারীনেত্রী খুজিস্থা বেগম জোনাকী প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা নারী শিক্ষা ও ক্ষমতায়নের পাশাপাশি নানা প্রতিকূলতার কথা তুলে ধরে এ থেকে উত্তরণের জন্য বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন।

অনুষ্ঠান কমিউনিকেশনে ছিলেন ডিপিএফ মেম্বার লিমা আক্তার।

অনুষ্ঠানটি মনিটরিং করেন পিফরডি প্রকল্পের সিলেট বিভাগের আঞ্চলিক কো-অর্ডিনেটর মো. আলমগীর মিয়া।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর