কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট ব্যবসায়ীর মৃত্যু

 স্টাফ রিপোর্টার | ৯ জুলাই ২০২১, শুক্রবার, ৭:৪৭ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজের বসতবাড়িতে নির্মাণাধীন একটি পাকা ভবনে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশারফ হোসেন মিলন (২৯) নামে এক রেস্টুরেস্ট ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার (৯ জুলাই) বেলা ১টার দিকে উপজেলার এসারসিন্দুর ইউনিয়নের চরদেওকান্দি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে এ নিহতের ঘটনাটি ঘটে।

বিদ্যুৎস্পৃষ্টে নিহত মোশারফ হোসেন মিলন উপজেলার এসারসিন্দুর ইউনিয়নের চরদেওকান্দি গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে ও মঠখোলা বাজারের ফুড ভিলেজ রেস্টুরেন্ট এন্ড মিনি চায়নিজের স্বত্ত্বাধিকারী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রেস্টুরেস্ট ব্যবসায়ী মোশারফ হোসেন মিলন চরদেওকান্দি গ্রামের বাড়িতে নতুন পাকা ভবন নির্মাণ করছেন।

শুক্রবার (৯ জুলাই) দুপুরে নির্মাণাধীন ভবনটিতে তিনি বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দেওয়ার কাজ করছিলেন। পানি দেওয়ার কাজ করার এক পর্যায়ে বেলা ১টার দিকে তিনি বৈদ্যুতিক মোটরের তারে শক খেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান জানান, বিদ্যুৎস্পৃষ্ট নিহতের ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর