কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় এক সপ্তাহে ৪৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

 স্টাফ রিপোর্টার | ৮ জুলাই ২০২১, বৃহস্পতিবার, ১২:৩২ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণের গ্রাফ এখন উর্ধ্বমুখী। গত এক সপ্তাহে উপজেলায় নতুন করে ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন।

সর্বশেষ বুধবার (৭ জুলাই) দিবাগত রাতে প্রকাশিত রিপোর্টে উপজেলায় নতুন করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এই সপ্তাহে রহিমা আক্তার (৭৩) নামে এক নারী মারা গেছেন।

তিনি গত রোববার (৪ জুলাই) রাত ৯টার দিকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

করোনায় আক্রান্ত হয়ে তিনি গত ২ জুলাই হাসপাতালটিতে ভর্তি হয়েছিলেন। এ নিয়ে উপজেলায় করোনায় মোট ৬ জন মৃত্যুবরণ করেছেন।

এখন পর্যন্ত উপজেলায় মোট ১৭২৬ জনের নমুনা পরীক্ষা করে মোট ৩৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মোট ২৬৩ জন সুস্থ হয়েছেন।

বর্তমানে ৬৩ জন রোগী হাসপাতাল ও বাড়িতে আইসোলেশনে রয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর