জনসাধারণের জন্য নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করণে প্রাণিজ সম্পদ অধিদপ্তরের গুরুত্ব বিষয়ে অবহিত করতে ‘পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর যৌথ সহায়তায় কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠে শনিবার (৫ জুন) দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
আনুষ্ঠানিকভাবে প্রাণিসম্পদ প্রদর্শনীর এই আয়োজনের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়াৎ ফেরদৌসী।
এতে অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিখিল চন্দ্র দেবনাথ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. তারেক আহমেদ, উপজেলা আনসার ভিডিপির অফিসার মো. রাশেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন উপজেলা নির্বাহী অফিসের সিএ কাম উচ্চমান সহকারী মো. ফজলুর রহমান পটল।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে মোট ৩৫টি স্টল অংশগ্রহণ করে।
উদ্বোধনের আগে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম স্টল পরিদর্শন করেন।
স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ নানা শ্রেণিপেশার মানুষ ভিন্ন রকমের এ প্রদর্শনীর আয়োজন পরিদর্শন করেন।