কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে নতুন ৭ জনের করোনা শনাক্ত, সুস্থ ৮

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ২৪ মে ২০২১, সোমবার, ৭:০৯ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে জেলার করোনা পরিস্থিতি নিয়ে সর্বশেষ সোমবার (২৪ মে) রাতে প্রকাশিত রিপোর্টে জেলায় মোট ৭ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর বিপরীতে করোনাভাইরাস মুক্ত হয়ে জেলায় এদিন সুস্থ হয়েছেন মোট ৮ জন।

এ পরিস্থিতিতে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত বর্তমান রোগীর সংখ্যা ১ জন কমেছে। আগের দিন রোববার (২৩ মে) জেলায় বর্তমান আক্রান্তের মোট সংখ্যা ছিল ১৫৮ জন। সোমবার (২৪ মে) এই সংখ্যা কমে হয়েছে মোট ১৫৭ জন।

জেলায় নতুন করোনা শনাক্ত হওয়া ৭ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলাতেই ৪ জন শনাক্ত হয়েছে।

বাকি ৩ জনের মধ্যে করিমগঞ্জ উপজেলায় ১ জন, তাড়াইল উপজেলায় ১ জন এবং ভৈরব উপজেলায় ১ জন শনাক্ত হয়েছে।

মোট ২০২ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে এই ৭ জনের কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে।

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে হাসপাতালটির প্রি-আইসোলেশনে ভর্তিকৃত জরুরী রোগীসহ বৃহস্পতিবার (২০ মে), শনিবার (২২ মে) ও রোববার (২৩ মে) সংগৃহীত মোট ১৪০ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে রোববার (২৩ মে) মোট ৪৮ জনের নমুনা পরীক্ষায় সবার কোভিড-১৯ নেগেটিভ এসেছে।

এছাড়া কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এবং করিমগঞ্জ ও পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১৪ জনের রেপিড এন্টিজেন টেস্টে ১ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

নতুন সুস্থ হওয়া ৮ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ৬ জন এবং ভৈরব উপজেলার ২ জন রয়েছেন।

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে বর্তমানে আক্রান্ত ও সন্দেহজনক মোট ভর্তি রোগীর সংখ্যা ৪০ জন যাদের মধ্যে ৩ জন আইসিইউতে রয়েছেন।

গত ২৪ ঘন্টায় ৩ জন নতুন ভর্তি হয়েছেন এবং ২ জন ছাড়পত্র পেয়েছেন।

এই সময় পর্যন্ত জেলায় মোট ৪৭৭৩ জন শনাক্ত, ৪৫৩২ জন সুস্থ এবং ৮৪ জন মৃত্যুবরণ করেছেন।

বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী ১৫৭ জন। তাদের মধ্যে ১৫ জন হাসপাতাল ও ১৪২ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শনাক্ত, সুস্থ ও মৃত্যু সব সূচকেই জেলার মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলা শীর্ষে রয়েছে। এরপরেই রয়েছে ভৈরব উপজেলা।

জেলার ইটনা ও মিঠামইন উপজেলায় বর্তমানে করোনা আক্রান্ত কোন রোগী নেই।

বর্তমানে করোনা আক্রান্ত মোট ১৫৭ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৬৫ জন, হোসেনপুর উপজেলায় ১৭ জন, করিমগঞ্জ উপজেলায় ৬ জন, তাড়াইল উপজেলায় ৪ জন, পাকুন্দিয়া উপজেলায় ১৩ জন, কটিয়াদী উপজেলায় ১৩ জন, কুলিয়ারচর উপজেলায় ২ জন, ভৈরব উপজেলায় ২০ জন, নিকলী উপজেলায় ১ জন, বাজিতপুর উপজেলায় ৬ জন এবং অষ্টগ্রাম উপজেলায় ১০ জন রয়েছেন।

এদিকে গত ৭ ফেব্রুয়ারি ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হওয়ার পর গত ২৫ এপ্রিল পর্যন্ত মোট ৭৬ হাজার ৬৬৫ জন প্রথম ডোজ টিকা নিয়েছেন। এরপর থেকে প্রথম ডোজ দেয়া আপাতত বন্ধ রয়েছে।

অন্যদিকে গত ৮ এপ্রিল থেকে এ পর্যন্ত মোট ৪৯ হাজার ৯৫৮ জন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন।

এর মধ্যে গত ২৪ ঘন্টায় ১ হাজার ১৭৪ জন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন।

কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য কিশোরগঞ্জ নিউজকে নিশ্চিত করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর