কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


৩৩৩ এ কল, প্রধানমন্ত্রীর উপহার নিয়ে বাড়িতে বাড়িতে কিশোরগঞ্জ সদরের ইউএনও

 স্টাফ রিপোর্টার | ২৬ এপ্রিল ২০২১, সোমবার, ৬:৪৮ | বিশেষ সংবাদ 


জাতীয় জরুরি সেবা ‘৩৩৩’ এ কল করে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী সহায়তা পেয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলার বেশ কয়েকটি কর্মহীন পরিবার। সোমবার (২৬ এপ্রিল) জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের নির্দেশে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল কাদির মিয়া চৌদ্দশত ও যশোদল ইউনিয়নসহ বিভিন্ন অসহায়ের বাড়িতে গিয়ে তাদের খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

এ সময় ইউএনও মো. আব্দুল কাদির মিয়া জানান, করোনা ভাইরাসের নিরব থাবায় চরমভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন পরিক্রমা। এরূপ পরিস্থিতিতে দরিদ্র, দিন মজুর ও নিম্ন আয়ের লোকজনকে যেন অর্থাভাব ও খাদ্য সংকটে কষ্ট করতে না হয়, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী দরিদ্র অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করার নির্দেশনা দিয়েছেন।

৩৩৩ এ কল করে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম মহোদয়ের নিকট খাদ্য সামগ্রী চেয়ে একাধিক কর্মহীন পরিবার মেসেজ দেন।

জেলা প্রশাসক মহোদয় তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেন।

জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর উপহার (খাদ্য সামগ্রী) নিয়ে চৌদ্দশত ইউনিয়ন, যশোদল ইউনিয়নসহ বিভিন্ন কর্মহীন অসহায়ের বাড়িতে পৌঁছে দেয়া হয়।

এ কার্যক্রমে অন্যদের মধ্যে অংশ নেন র্যা ব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাগুফতা হক, উপজেলা যুব উন্নয়ন অফিসার জেড এ সাহাদাৎ হোসেন, যশোদল ইউনিয়নের চেয়ারম্যান মো. ইমতিয়াজ সুলতান রাজন প্রমুখসহ স্থানীয় ইউপি মেম্বারসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

প্রত্যেক পরিবারের জন্য চাল, ডাল, আলু, তেল, মিষ্টি কুমড়া, ১ টি মাস্ক প্যাকেট করে প্যাকেজ পদ্ধতিতে পৌঁছে দেয়া হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর