কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নরসুন্দা নদী খননের দাবিতে করিমগঞ্জে মানববন্ধন

 বিশেষ প্রতিনিধি | ২৭ মার্চ ২০২১, শনিবার, ৮:২৪ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জ সদর উপজেলার রঘুখালী হতে করিমগঞ্জের চামটা ঘাট ও ইটনার চৌগাঙ্গা পর্যন্ত নরসুন্দা নদী খননের দাবিতে করিমগঞ্জে শনিবার (২৭ মার্চ) মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

দুপুরে কিশোরগঞ্জ সচেতন নাগরিক সমাজ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যৌথ উদ্যোগে করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ডাক্তার বাড়ি এলাকায় প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে দুই ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তৃতা করেন প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. আ. ন. ম. নৌশাদ খান, কিশোরগঞ্জ সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক আওয়ামী লীগ নেতা এমরান আলী ভূইয়া, বাপার কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ শরীফ সাদী, করিমগঞ্জ ঈশাখাঁ সমাজ কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট মীর সাত্তার উদ্দিন ও সাধারণ সম্পাদক রোকন উদ্দিন, করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমজাদ হোসেন খান দিদার, মাদকবিরোধী আন্দোলনের নেতা ইবনে আব্দুল্লাহ শাহজাহান, জাফরাবাদ ইউপি চেয়ারম্যান সাইফউদ্দিন ফকির মিলন, আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান ঠাকুর, জেলা কৃষক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জহির উদ্দিন ছফি, সরকার জাহাঙ্গীর সিরাজী, ডা. জহির উদ্দিন ছফি, সাঈদুজ্জামান, প্রদীপ আকুঞ্জি, যুব লীগ নেতা তানভীর, ছাত্রলীগ নেতা আবু হায়াত রনি প্রমূখ।

বক্তারা বলেন, এককালের খরস্রোতা নরসুন্দা নদী কিশোরগঞ্জ থেকে করিমগঞ্জের চামটা ঘাট ও ইটনার চৌগাঙ্গা পর্যন্ত  শুকিয়ে গেছে। চলছে নদী দখলের মহোৎসব।

অথচ এ নদীতে একসময় বড় বড় মহাজনী নৌকা চলাচল করত। নদীটি মৃতপ্রায় হয়ে যাওয়ায় এখানকার কৃষি ও ব্যবসা বাণিজ্য ধ্বংসের মুখে।

পানির স্তর নিচে নেমে যাওয়া এলাকার নলকুপে পানি উঠছে না।

তাই পরিবেশ ও জীব বৈচিত্র রক্ষা করতে দ্রুত নদীটি খননের দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে কোদাল দিয়ে মাটি কেটে নদীটির প্রতীকি খনন কাজ করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর