কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নানা আয়োজনে কিশোরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

 স্টাফ রিপোর্টার | ২৬ মার্চ ২০২১, শুক্রবার, ৭:২৯ | বিশেষ সংবাদ 


একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক ও তথ্য প্রযুক্তিনির্ভর সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে শুক্রবার (২৬ মার্চ) নানা কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

সকালে গুরুদয়াল সরকারি কলেজ চত্বরে মুক্তিযুদ্ধে শহীদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।

শ্রদ্ধার্ঘ নিবেদন শেষে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে পুলিশ-আনসার ও স্কাউটসের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীতে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ও পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ করেন।

পরে জেলা শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়।

হাসপাতাল, জেলখানা, এতিমখানা, সরকারি শিশু পরিবার (বালক-বালিকা) সমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিভিন্ন মসজিদ, গীর্জায়-মন্দিরে দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর