কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


স্বামীর মৃত্যুর তিনদিন পর মারা গেলেন প্রধান শিক্ষিকা মিসেস লুৎফুন্নাহার

 স্টাফ রিপোর্টার | ১৮ মার্চ ২০২১, বৃহস্পতিবার, ৫:৪৬ | বিশেষ সংবাদ 


স্বামী মারা যাওয়ার মাত্র তিনদিন পর কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস লুৎফুন্নাহার (৫০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

কিডনি ও ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে বুধবার (১৭ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুর মাত্র তিনদিন আগে গত ১৪ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর স্বামী মো. শাহজাহান মিয়া ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মাত্র তিনদিনের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, শুভানূধ্যায়ী ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে মিসেস লুৎফুন্নাহার দুই ছেলে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বাদ জোহর শহরের আখড়াবাজার মদনী মসজিদ প্রাঙ্গণে প্রথম ও নিজবাড়ি জেলার পাকুন্দিয়ার চিলাকারা গ্রামে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে।

তাঁর মৃত্যুতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর প্রকাশ করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর