কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


এসএসসি পরীক্ষার্থী আকাশের খুনীদের গ্রেপ্তার দাবিতে কটিয়াদীতে মানববন্ধন

 স্টাফ রিপোর্টার | ১৩ মার্চ ২০২১, শনিবার, ৭:২৬ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জের বাজিতপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মেধাবী ছাত্র আব্দুল্লাহ আল আকাশের খুনীদের অবিলম্ব গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে কটিয়াদীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (১৩ মার্চ) বিকালে কটিয়াদী বাসস্ট্যান্ডে রক্তদান সমিতি'র উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি চলাকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, পৌর মেয়র শওকত উসমান শুক্কুর আলী, কটিয়াদী সরকারি কলেজের সাবেক ভিপি সিদ্দিকুর রহমান ভূঞা, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, রাজনীতিক শফিকুর রহমান বাদল, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, সাবেক ছাত্রনেতা এনামূল হক বাবু, চলচ্চিত্রকর্মী জিসান আজাদ, ছাত্রনেতা সাকিবুল হাসান সোহাগ, সাইফুল ইসলাম, সালেহ মারুয়া, মাইনুর রহমান, মো. বাস্তব, সহপাঠী হাসানুর রহমান সাকিন, নিহতের ছোট ভাই বায়জিদ প্রমুখ বক্তব্য রাখেন।

কর্মসূচি সঞ্চালনা করেন রক্তদান সমিতি'র প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম।

বক্তারা মেধাবী ছাত্র আকাশের খুনীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

প্রসঙ্গত, গত বুধবার (১০ মার্চ) দিবাগত রাতে বাজিতপুর উপজেলার দক্ষিণ পিরিজপুর ইনছাফ আলীর মেলায় জুয়া খেলায় বাধা দেয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় আকাশ। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত আব্দুল্লাহ আল আকাশ দক্ষিণ পিরিজপুর গ্রামের এরশাদ মিয়ার ছেলে।

ঘটনার পর লোকজন সুমন মিয়া (২৫) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

এছাড়া এ ব্যাপারে নিহত আব্দুল্লাহ আল আকাশের পিতা এরশাদ মিয়া বাদী হয়ে বাজিতপুর থানায় মামলা দায়ের করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর