কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কারিগরি শিক্ষাকে প্রাধান্য দেয়ার আহ্বান জানালেন এমপি তৌফিক

 বিজয় কর রতন, মিঠামইন | ১২ মার্চ ২০২১, শুক্রবার, ৮:০৮ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জের মিঠামইনে যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত ন্যাশনাল সার্ভিস কর্মসূচি (৮ম পর্ব) এর আওতায় ৩ মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) বিকালে প্রধান অতিথির হিসেবে প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিঠামইন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান, উপজেলার সহকারী কমিশনার(ভূমি) আলিনুর খান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারজানা পারভীন, জেলা পরিষদের সদস্য সমীর কুমার বৈষ্ণব, সদর ইউপি চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন মজুমদার, বীর মুক্তিযোদ্বা নূরুল ইসলাম সিদ্দিকী, প্রশিক্ষণার্থী হাসান উল্লাহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, ভাটি এলাকার মানুষ ছিল অবহেলিত। এ এলাকার মানুষের কৃষিকাজ আর মৎস্য আহরণ ছাড়া অন্য কোন কাজ ছিল না।

যুব সমাজের জন্য বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ প্রশংসনীয়। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিটি ঘরে চাকরী দিবেন। আজকে সেই কথার বহি:প্রকাশ ঘটেছে। মিঠামইন উপজেলায় ৫ শতাধিক বেকার যুবকের চাকরীর সংস্থান হয়েছে।

সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, উচ্চ শিক্ষা নিয়েছে কিন্তু রেজাল্টের দিকে খেয়াল নেই। শুধু এমএ পাস, বিএ পাস করলেই সরকারি চাকুরী পাওয়া যায় না। যারা ভালো ছাত্র তারাই চাকুরী পাবে। কারণ তাদের মেধায় তাদের চাকুরীতে টেনে নিয়ে যাবে।

উচ্চ শিক্ষিত হয়ে লাভ নেই, যদি কোন দরখাস্তই না লিখতে পারে। এমন শিক্ষিত লোক অনেক রয়েছে। কারিগরি শিক্ষায় আমাদের মনোনিবেশ করতে হবে। আমাদের  দেশের যুবকরা বিদেশ গিয়ে ক্লিনারের কাজ করে। কিন্তু কারিগরি শিক্ষায় পারদর্শী হলে তারা বিদেশেই ভাল চাকরী করতে পারবে। আমাদের কারিগরি শিক্ষাকে প্রাধান্য দিতে হবে।

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের ছেলে-মেয়েদের মেধা না থাকলে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে কাজে লাগান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর