কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন ও চারজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

 স্টাফ রিপোর্টার | ১১ মার্চ ২০২১, বৃহস্পতিবার, ৭:১৮ | বিশেষ সংবাদ 


চাঞ্চল্যকর কৃষক আবু তাহের হত্যা মামলায় শাহানুর ও মোতাকাব্বির নামে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত।

বিভিন্ন মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত চারজনের মধ্যে মুজাহিদ, মুসলিম ও ওয়াহেদ নূর নামে তিন আসামিকে তিন বছর করে এবং তাজ ইসলাম নামে এক আসামিকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া মামলার বাকি ১১ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক নার্গিস ইসলাম এই রায় দেন।

সাজাপ্রাপ্তদের মধ্যে মোতাকাব্বির, ওয়াহেদ ও তাজ ইসলাম এই তিনজন পলাতক রয়েছে।

আসামিরা সবাই তৎকালীন ইটনা উপজেলা এবং বতর্মান নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার পাঁচহাট গ্রামের বাসিন্দা।

অন্যদিকে নিহত আবু তাহের পাঁচহাট গ্রামের ইজ্জত আলীর ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০০১ সালের ২৬ নভেম্বর সকাল ১০টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জেরে পাঁচহাট গ্রামের কৃষক আবু তাহেরকে পিটিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের ভাই মো. আবু হানিফ বাদী হয়ে ২৪ জনকে আসামি করে ওই বছরের ২৮ নভেম্বর ইটনা থানায় হত্যা মামলা (নং-০৪) দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ইটনার থানার এসআই মো. শুক্কুর আলী তদন্ত শেষে ২০০২ সালের ৩০ নভেম্বর ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন।

মামলা চলাকালে বিভিন্ন সময় মামলার আসামি ইটনার ভয়রা গ্রামের রজব আলী, আব্দুর রউফ, সাইদুর রহমান ওরফে পাথর আলী, আমান উদ্দিন, আতাব উদ্দিন ও ফারুক মিয়া এবং পাঁচহাট গ্রামের আনছর আলী এই ৭ জন মারা যাওয়ায় তাদের অব্যাহতি দেয়া হয়।

সাক্ষ্য-জেরা শেষে দীর্ঘ ১৯ বছর পর আদালতে বৃহস্পতিবার (১১ মার্চ) মামলার রায় ঘোষণা করা হয়।

রাষ্ট্রপক্ষে এপিপি এডভোকেট এ কে এম আমিনুল হক চুন্নু ও আসামিপক্ষে এডভোকেট মিয়া মোহামা¥দ ফেরদৌস মামলাটি পরিচালনা করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর