কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় নতুন করে তিনজনের করোনা শনাক্ত

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২৬ মে ২০২০, মঙ্গলবার, ১১:১১ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় কয়েক দিন বিরতি দিয়ে আবারও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সর্বশেষ মঙ্গলবার (২৬ মে) পাওয়া রিপোর্টে নতুন করে আরো তিনজনের করোনা শনাক্ত হয়েছে।

পাকুন্দিয়া উপজেলায় এর আগে ৯ জন আক্রান্ত হয়েছিলেন। নতুন করে আরো তিনজন আক্রান্ত হওয়ায় উপজেলায় করোনাভাইরাস আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ১২ জনে।

মঙ্গলবার (২৬ মে) রাতে সাড়ে ৮টার দিকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জমির মোহাম্মদ হাসিবুস ছাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন করে আক্রান্ত হওয়া তিনজনই পুরুষ।

তাদের মধ্যে পাকুন্দিয়া পৌরসদরের চরপাকুন্দিয়া গ্রামের একজন। তার বয়স ৪৪। পাকুন্দিয়া বাজার এলাকার একজন। তার বয়স ২৫। এছাড়া উপজেলার তারাকান্দি গ্রামের একজন। তার বয়স ২৩।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. জমির মো. হাসিবুস ছাত্তার  জানান, গত ২০ মে ওই তিনজনের নমুনা সংগ্রহ করা হয়।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় প্রাপ্ত রিপোর্টে তাদের করোনা পজেটিভ হওয়ার বিষয়টি জানা গেছে।

এর মধ্যে তারাকান্দি গ্রামের যুবকের করোনা উপসর্গ ছিল। সে কয়েকদিন আগে বেতন আনতে নারায়ণগঞ্জ গিয়েছিল। সেখান থেকে ফিরেই তিনি জ্বর, সর্দিতে ভুগছিলেন।

এ উপজেলায় মোট ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪জন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর