কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন নউক চেয়ারম্যান শেফালী

 রাজন সরকার, পাকুন্দিয়া | ৭ মে ২০২০, বৃহস্পতিবার, ৭:১৪ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর গ্রামে প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি ৫০ কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নারী উদ্যোগ কেন্দ্রের চেয়ারম্যান ও সমাজসেবক মাশহুদা খাতুন শেফালী।

বুধবার (৬ মে) রাতে তার পক্ষে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন এগারসিন্দুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সিদ্দিক হোসেন মাস্টার।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি  চাল, ৫ কেজি আলু, ২ কেজি পিয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, ১ লিটার তেল ও ২টি সাবান।

নারী উদ্যোগ কেন্দ্র (নউক) এর চেয়ারম্যান সমাজসেবক মাশহুদা খাতুন শেফালী বলেন, করোনা পরিস্থিতির কারণে এলাকার অনেক মানুষ কর্মহীন হয়ে পড়ায় অর্থনৈতিক সংকটে আছেন। তাই দুর্দিনে আমি প্রথমে নিজ গ্রামের ৫০টি অসহায় ও দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা করেছি।

এছাড়া আমার পক্ষ থেকে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর