কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় বোরো ধান সংগ্রহে লটারি

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৪ মে ২০২০, সোমবার, ২:৪৫ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বোরো ধান সংগ্রহে প্রকৃত কৃষকদের তালিকা হতে কৃষক বাছাইয়ে লটারি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন এ লটারি অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসানের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল হাসান আলামিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবদুস ছামাদ ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেবেকা সুলতানা রুবীসহ খাদ্য গুদাম ও উপজেলার বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রকৃত কৃষকদের কাছ থেকে ২৬ টাকা দরে ২৮টি ব্লকের মাধ্যমে এক হাজার ৮৭ টন ধান কিনবে সরকার।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর