কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে পুলিশের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ

 মিছবাহ উদ্দিন মানিক | ৩০ মার্চ ২০২০, সোমবার, ১০:০৭ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে পথচারী ও খেটে খাওয়া মানুষেদের মধ্যে সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হোসেনপুর থানা পুলিশ এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করে।

এছাড়া থানা পুলিশের পক্ষ থেকে সামাজিক দুরত্ব বজায় রাখা বৃত্ত কার্যক্রম ও জনসচেতনতামূলক প্রচারণা পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন হোসেনপুর সার্কেলের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোনাহর আলী, হোসেনপুর পৌরসভার মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, এসআই মনির হোসেনসহ স্থানীয় স্বেচ্ছাসেবীরা।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখা বৃত্ত কার্যক্রম ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে।

করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণকে সচেতন ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার আহ্বান জানান তিনি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর