কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় অনুপস্থিত ৯, বহিষ্কার ১

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৯ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ৬:২৫ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চলতি এসএসসি পরীক্ষার রোববার (৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ইংরেজি ২য় পত্র পরীক্ষায় ৯জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ওই নয়জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে।

এছাড়া ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে ওই কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান। এ সময় উপজেলা  মৎস্য কর্মকর্তা মো. কাউছার মিয়া তাঁর সঙ্গে ছিলেন।

কেন্দ্র পরিদর্শনকালে এক পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের সময় হাতেনাতে ধরে তাকে বহিষ্কার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান।

বহিষ্কৃত পরীক্ষার্থী চরটেকী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তার রোল নম্বর- ৪০৯৩০১।

অনুষ্ঠিত ইংরেজি ২য় পত্র পরীক্ষায় নয়জন পরীক্ষার্থী অনুপস্থিত ও অসদুপায় অবলম্বনের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কারের তথ্য নিশ্চিত করেছেন পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আফছর উদ্দিন আহম্মদ মানিক।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর