কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে পাঁচ লাখ ১৬ হাজার শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

 স্টাফ রিপোর্টার | ৭ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ২:০৫ | স্বাস্থ্য 


কিশোরগঞ্জ জেলায় ৬-৫৯ মাস বয়সী পাঁচ লাখ ১৬ হাজার ৪শ’ জন শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর দ্বিতীয় রাউন্ডে আগামী ১১ই জানুয়ারি ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৬৩ হাজার ৪শ’ শিশুকে একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৫৩ হাজার শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিস আয়োজিত সাংবাদিক সম্মেলনে আরো জানানো হয়, জেলার ১৩টি উপজেলার ইউনিয়ন ও পৌরসভার ৩৪৩টি ওয়ার্ডের মোট ২ হাজার ৯২৬টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপপরিচালক) ডা. সুলতানা রাজিয়া, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. সজল কুমার সাহা, জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডা. এম এ ওয়াহাব বাদল, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মো. মোহসীন, ডা. আতিকুর রহমান, কিশোরগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাজরিনা তৈয়ব, ইপিআই সুপার বিমল চন্দ্র রায় প্রমুখ আলোচনায় অংশ নেন।

এ সময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর