কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরে ভোক্তা অধিকার সচেতনতায় উদ্ধুদ্ধকরণ কর্মশালা

 মুহাম্মদ শাহ্ আলম, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর | ২০ নভেম্বর ২০১৯, বুধবার, ১১:৫১ | কুলিয়ারচর 


কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে গণসচেতনতা সৃষ্টিতে উদ্ধুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাইকা এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এবং স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে উপজেলা পরিষদ এই কর্মশালার আয়োজন করে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় ফরিদপুর ও সালুয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম।

কর্মশালায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন দিক সম্পর্কে গণসচেতনতা উদ্ধুদ্ধকরণে বক্তব্য প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহিম হোসেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, ফরিদপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম, সালুয়া ইউপি চেয়ারম্যান শাহ মো. মাহবুবুর রহমান, উপজেলা জাইকা সমন্বয়কারী রোজী পারভীন প্রমুখ বক্তব্য রাখেন।

কর্মশালায় বীর মুক্তিযোদ্ধা, ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি, মসজিদের ইমাম প্রতিনিধি, বাজার কমিটির প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মশালা সঞ্চালনা করেন ইউএনও অফিসের নাজির মো. রাফিউল হক।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর