কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় শিশু অধিকার ও কন্যা শিশু দিবস উদযাপনে বিশেষ কর্মশালা

 রাজন সরকার, স্টাফ রিপোর্টার, পাকুন্দিয়া | ২২ অক্টোবর ২০১৯, মঙ্গলবার, ৪:১৬ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক শিশু অধিকার বর্ষ ও কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দিনব্যাপী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও বেসরকারি সংস্থা নারী উদ্যোগ কেন্দ্র (নউক) এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালার প্রতিপাদ্য বিষয় ছিল “শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের উপর যৌন সহিংসতা প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা ও করণীয়।”

উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হাসানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ।

কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের চিকিৎসক মাহবুবা খন্দকারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক শতাব্দীর কণ্ঠ সম্পাদক আহমেদ উল্লাহ।

কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ জুয়েল, বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভানেত্রী অ্যাডভোকেট মায়া ভৌমিক।

এতে স্বাগত বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সাইফুল ইসলাম ও প্রবন্ধ উপস্থাপনা করেন নারী উদ্যোগ কেন্দ্রের (নউক)  প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাশহুদা খাতুন শেফালী।

কর্মশালায় উপজেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ, স্কুলের প্রধান শিক্ষক, মাদরাসার সুপার এবং সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর