কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরে কর্মজীবী নারীদের শিশু দিবাযত্ন কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন

 সোহেল সাশ্রু, ভৈরব | ৩ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার, ১:০৪ | কুলিয়ারচর 


কিশোরগঞ্জ নিউজ, ৩ সেপ্টেম্বর, ২০১৯: কিশোরগঞ্জের কুলিয়ারচরে কর্মজীবী নারীদের শিশু দিবাযত্ন (ডে-কেয়ার) কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সীমানা প্রাচীর সংলগ্ন স্থানে বাংলাদেশ সরকার ও জাইকা’র অর্থায়নে নির্মাণাধীন নতুন ভবনের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. সামাদুল ইসলাম, উপজেলা সহকারী প্রকৌশলী (এলজিইডি) এম সাজ্জাদ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি)  আহাম্মদ আলী, জাইকা প্রতিনিধি রুজি পারভীন, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মোহাম্মদ আরীফুল ইসলাম, মো. নাঈমুজ্জামান নাঈম, ফারজানা আক্তার প্রমুখ।

জানা যায়, উপজেলা পরিষদের বাস্তবায়নে প্রায় ৪৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণাধীন ডে-কেয়ার ভবনের নির্মাণ কাজ সমাপ্ত করবে ঠিকাদারী প্রতিষ্ঠান এম ওয়াহেদ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর