এক সপ্তাহ আগে গত ২৯শে জুলাই কিশোরগঞ্জ শহরের তারাপাশা বয়লা এলাকার মেহেক অটো ক্রাসিং মিলে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মিলটিতে তখন রং মিশিয়ে মরিচের গুঁড়ো প্রক্রিয়াকরণের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মিলটি থেকে তিনশ’ কেজি রং মেশানো মরিচের গুঁড়ো জব্দ করে ধ্বংস করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন।
ওই অভিযানের মাত্র এক সপ্তাহ পর সোমবার (৫ আগস্ট) র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কিশোরগঞ্জের সহকারী পরিচলক মো. ইব্রাহীম হোসেন এর নেতৃত্বে মিলটিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এবারের এই অভিযানে মিলটিতে শুকনা মরিচের গুঁড়োর সাথে রং এর পাশাপাশি পাওয়া যায় ইটের গুঁড়া ও ধানের কুড়া।
অভিযানের সময় র্যাব ইটের গুঁড়া, ক্ষতিকর রং ও ধানের কুড়া মিশ্রিত মরিচের গুঁড়ো জব্দ করে। এ সময় মিলটিতে ভেজাল মরিচের গুঁড়ো তৈরির অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে অসাধু ব্যবসায়ীদের তৎপরতা ঠেকাতে র্যাবের ভেজাল বিরোধী অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (৫ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ সদরের তারাপাশা বয়লা এলাকার মেহেক অটো ক্রাসিং মিলে র্যাব এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করে।
এ সময় মিলটিতে শুকনা মরিচের গুঁড়ার সাথে ইটের গুঁড়া, ধানের কুড়া ও ক্ষতিকর রং মিশিয়ে ভেজাল মরিচের গুঁড়ো তৈরির অপরাধে মিল মালিককে ৪০ চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন জানান, ৪০ হাজার টাকা জরিমানাসহ মিলটিকে সিলগালা করে দেয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।