কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে সততা স্টোর উদ্বোধন ও দুর্নীত প্রতিরোধে মতবিনিময়

 মো. জাকির হোসেন, স্টাফ রিপোর্টার, হোসেনপুর | ৫ মে ২০১৯, রবিবার, ৬:৫২ | হোসেনপুর 


হোসেনপুর উপজেলার গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ে রোববার (৫ মে) সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে দুর্নীত প্রতিরোধ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে হোসেনপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ও দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে প্রধান অতিথি হিসেবে সততা স্টোর এর উদ্বোধন করেন ইউএনও কমল কুমার ঘোষ।

সততা স্টোর উদ্বোধন শেষে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. জামাল উদ্দিন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ইউএনও কমল কুমার ঘোষ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মাহবুবুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক মো. আবদুল কাইয়ুম খান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামরুল হাসান বাদল প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কমল কুমার ঘোষ শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, জবাবদিহিতা ও ছাত্রজীবন থেকে সততার আদর্শে গড়ে ওঠার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর