কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে ‘স্পন্দন’র বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম

 মো. জাকির হোসেন, স্টাফ রিপোর্টার, হোসেনপুর | ২০ অক্টোবর ২০১৮, শনিবার, ৩:৪২ | হোসেনপুর 


হোসেনপুরে স্পন্দন রক্তদাতা সংস্থার উদ্যোগে বিনামূল্যে শতাধিক তরুণের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। শনিবার (২০ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত হোসেনপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদানে আগ্রহী এসব তরুণের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

জরুরী রক্তের প্রয়োজনে স্বেচ্ছায় রক্তদানে আগ্রহীরা যেন পাশে দাঁড়াতে পারেন, সেজন্যে রক্তের গ্রুপ নির্ণয়ের এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

সংস্থাটির সভাপতি তানভীর আহম্মেদ জানান, ২০১৫ সালের ৩১ জানুয়ারি থেকে রোগিদের জরুরী প্রয়োজনে এ সংস্থার পক্ষ থেকে রক্তদানের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত সংস্থার উদ্যোগে বিনামূল্যে আড়াইশ’রও অধিক ব্যক্তিকে রক্তদান করা হয়েছে।

এছাড়া এ পর্যন্ত যাদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে, তাঁদের মোবাইল নম্বরসহ নাম-ঠিকানা একটি রেজিস্ট্রার খাতায় লিপিবদ্ধ রয়েছে।

জরুরী রক্তের প্রয়োজনে যে কেউ যোগাযোগ করলে, তাঁদের সংস্থার পক্ষ থেকে বিনামূল্যে সার্বিক সহযোগিতা দিতে সকলেই প্রস্তুত রয়েছেন বলেও তিনি জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর