কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনে ডিসি

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৫ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ৮:৫৮ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে তিনি উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের শিমুলিয়া ও আউলিয়া পাড়া গ্রামে নির্মাণাধীণ ঘরগুলো পরিদর্শন করেন।

এসময় তিনি ঘরগুলোর কাজ ও অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রওশন করিম, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান এমদাদুল হক জোটন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রওশন করিম জানান, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ আশ্রয়ণ প্রকল্প। এ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে ওই দুটি এলাকায় ২২টি ঘর নির্মাণ করা হচ্ছে। দ্রুতই নির্মাণ কাজ শেষ হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর