হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া রোগীকে মেরে রক্তাক্ত জখম করার অভিযোগ

স্টাফ রিপোর্টার | অপরাধ
সেপ্টেম্বর ৩, ২০২৫
হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া রোগীকে মেরে রক্তাক্ত জখম করার অভিযোগ

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে যাওয়া ৬৫ বছর বয়সী এক রোগীকে লাথি মেরে আহত ও তার স্বজনদের সাথে অসদাচরণের অভিযোগ উঠেছে মাহবুবুর রহমান মিলন নামে এক চিকিৎসকের বিরুদ্ধে।

এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানা ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী মো. মহসিনের পরিবার। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

অভিযুক্ত চিকিৎসক মাহবুবুর রহমান মিলন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে কর্তব্যরত। অপরদিকে ভুক্তভোগী মো. মহসিন কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ এলাকার বাসিন্দা।

মো. মহসিন অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে আক্রান্ত। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি একাধিকবার চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ গত সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। এ সময় জরুরি বিভাগে দায়িত্বে ছিলেন ডা. মাহবুবুর রহমান মিলন।

হাসপাতালে ভর্তির বিষয়ে তার সাথে কথা বললে ভর্তি না করিয়ে শহরের একটি ক্লিনিকে গিয়ে চিকিৎসা নিতে তিনি তাকে পরামর্শ দেন। এতে আপত্তি করেন তার স্ত্রী লুৎফুন্নাহার রুপা।

মহসিন বলেন, আমরা গরীব মানুষ প্রাইভেট ক্লিনিকের চিকিৎসার টাকা নেই বলেই সরকারি হাসপাতালে এসেছি। এ কথা বলার পরেই আমার স্ত্রী রুপাকে অশ্রাব্য ভাষায় গালাগালি শুরু করেন ডা. মিলন।

এতে প্রতিবাদ করে আমি বলি, ‘এই মিয়া তুমি একজন ডাক্তার হয়ে এসব ভাষায় কথা বলছো কেন?’ এ কথা শুনেই ক্ষিপ্ত হয়ে চেয়ার থেকে উঠে এসে আমাকে লাথি ও কিল-ঘুষি মারেন ডা. মিলন।

হাসপাতালে চিকিৎসা নিতে এসে চিকিৎসকের মারধরে রোগীর অবস্থা আরও খারাপ হয়েছে বলে অভিযোগ করেন মহসিনের স্ত্রী লুৎফুন্নাহার রুপা। তিনি বলেন, আমার ছেলের বয়সী এই ডাক্তার যেসব খারাপ ভাষায় গালাগালি করেছেন, তা ভাষায় প্রকাশ করার মতো না। তারও তো মা-বোন আছে।

ভুক্তভোগী মহসিনের ছেলে তৌহিদ ইসলাম শোলক বলেন, হাসপাতালে সেবা নিতে এসে চিকিৎসকদের কাছ থেকে এমন আচরণ আমরা কখনই প্রত্যাশা করি না। তদন্ত সাপেক্ষে আমরা এই চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

তবে এসব অভিযোগ মিথ্যা দাবি করে অভিযুক্ত চিকিৎসক মাহবুবুর রহমান মিলন বলেন, রোগী ও তার স্বজনদের সাথে খানিকটা কথা কাটাকাটি হয়েছে। এ সময় রোগী ও তার স্বজনরা আমাকে মারতে আসলে আত্মরক্ষার্থে রোগী মহসিনকে একটা ধাক্কা দিয়েছি। এর বেশি কিছুই ঘটেনি। অন্য সকল অভিযোগ মিথ্যা।

এ ব্যাপারে কিশোরগঞ্জে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নাছিরুজ্জামান সেলিম জানান, এ বিষয়ে বুধবার দুপুরে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরাধ'র অন্যান্য খবর

সর্বশেষ