কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিস রঞ্জন সরকারের বিরুদ্ধে হাসপাতালে আউটসোর্সিং স্টাফ হিসেবে কর্মরত এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ রবিবার (৩১ আগস্ট) ওই নারী নিজে বাদী হয়ে মামলার অভিযোগ দায়ের করেছেন।
ট্রাইব্যুনালের বিচারকের দায়িত্বে থাকা জেলা ও দায়রা জজ মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব মামলার অভিযোগ আমলে নিয়ে কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নালিশী দরখাস্তটি এজাহার হিসেবে গণ্য করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।
এছাড়া আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে ট্রাইব্যুনালকে বিষয়টি অবহিত করার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযুক্ত ডা. হেলিস রঞ্জন সরকার (৫০) শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক। তিনি বর্তমানে পরিচালকের দায়িত্বে রয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ২১ আগস্ট বিকাল ৪টার দিকে ওই নারী কর্মীকে ডা. হেলিস রঞ্জন সরকার তার কোয়ার্টারে ডেকে নেন এবং জোর করে তাকে ধর্ষণ করেন। ধর্ষণের বিষয়টি প্রকাশ করলে তাকে খুন ও চাকুরিচ্যুত করার হুমকি দেন ডা. হেলিস।
এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ট্রাইব্যুনালের আদেশের কপি এখনো থানায় এসে পৌঁছায়নি। আদেশ পাওয়ার পর পরই এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।