কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে টানা চতুর্থবার ও মোট ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী ও দলটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. মুজিবুল হক চুন্নু। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ১৫ হাজার ২৯৫ ভোটের ব্যবধানে পরাজিত করে নির্বাচিত হয়েছেন।
সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাওয়া বেসরকারি ফলাফল অনুযায়ী, নির্বাচনে মো. মুজিবুল হক চুন্নু (লাঙ্গল) ৫৭ হাজার ৫৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এডিসি মেজর (অব.) নাসিমুল হক। তিনি পেয়েছেন ৪২ হাজার ২৩৫ ভোট।