কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী সোহরাব উদ্দিন বিজয়ী

 স্টাফ রিপোর্টার | ৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ১০:০৫ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে ২০ হাজার ৬০৭ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে বিজয়ী হয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য এডভোকেট মো. সোহরাব উদ্দিন। সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাওয়া বেসরকারি ফলাফলে এডভোকেট মো. সোহরাব উদ্দিন নির্বাচিত হয়েছেন।

এ আসনে তিনি ৮৯ হাজার ৫৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবদুল কাহার আকন্দ (নৌকা)। তিনি পেয়েছেন ৬৮ হাজার ৯৩২ ভোট।

ভোটের মাঠে আলোচিত এ আসনের অপর স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে বহিষ্কৃত দুইবারের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন তৃতীয় হয়েছেন। তিনি পেয়েছেন ১৬ হাজার ১৯৯ ভোট।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর