দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রবিবার (১৭ ডিসেম্বর) নির্ধারিত সময় পর্যন্ত কিশোরগঞ্জের ৬টি আসনের মধ্যে চারটি আসনের পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারকারী পাঁচজনের মধ্যে একজন আওয়ামী লীগ প্রার্থী, তিনজন জাকের পার্টির প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন, কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের আওয়ামী লীগ প্রার্থী মো. নাসিরুল ইসলাম খান আওলাদ, কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু ও জাকের পার্টির প্রার্থী মো. নাসির উদ্দিন, কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের জাকের পার্টির প্রার্থী একেএম নাজমুল হক এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের জাকের পার্টির প্রার্থী আব্দুল হাকিম।
এখন ৬টি আসনে মোট ৩৯ জন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তাদের মধ্যে ৯ জন স্বতন্ত্র এবং বাকি ৩০ জন দলীয় প্রার্থী।
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ৬জন দলীয় এবং একজন স্বতন্ত্র। তারা হলেন, আওয়ামী লীগ প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি, জাতীয় পার্টির প্রার্থী ডা. মো. আব্দুল হাই, এনপিপি প্রার্থী মো. আনোয়ারুল কিবরিয়া, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী মো. আব্দুল আউয়াল, ইসলামী ঐক্যজোট (আইওজে) প্রার্থী মো. আশরাফ উদ্দিন, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী মোবারক হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী এমপি লিপির ভাই মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম।
কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে ৬ জন প্রার্থীর চারজন দলীয় এবং দুইজন স্বতন্ত্র। তারা হলেন, আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দ, এনপিপি প্রার্থী আলেয়া, গণফ্রন্ট প্রার্থী মীর তৈয়ব মো. রেজাউল কবির, বিএনএফ প্রার্থী মো. বিল্লাল হোসেন এবং দুই স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মো. আখতারুজ্জামান রঞ্জন ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এডভোকেট মো. সোহরাব উদ্দিন।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে ৭ জন প্রার্থীর মধ্যে তিনজন দলীয় এবং চারজন স্বতন্ত্র। তারা হলেন, জাতীয় পার্টির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. মুজিবুল হক চুন্নু এমপি, এনপিপি প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম, ইসলামী ঐক্যজোট (আইওজে) প্রার্থী ওমর ফারুক এবং চার স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মো. গোলাম কবির ভূঞা, যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ মাহফুজুল হক হায়দার, মেজর (অব.) মো. নাসিমুল হক ও মো. রুবেল মিয়া।
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের ছয়জন প্রার্থীর মধ্যে ছয়জনই দলীয় প্রার্থী। তারা হলেন, আওয়ামী লীগ প্রার্থী রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি, জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আবু ওয়াহাব, এনপিপি প্রার্থী মো. জয়নাল আবদিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী মো. নাছিম খাঁন, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী এডভোকেট আব্দুল মজিদ ও কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী মো. শরীফুল আহসান।
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের ছয়জন প্রার্থীর মধ্যে ৫ জন দলীয় এবং একজন স্বতন্ত্র। তারা হলেন, আওয়ামী লীগ প্রার্থী আলহাজ্ব মো. আফজাল হোসেন এমপি, জাতীয় পার্টির প্রার্থী মো. মাহবুবুল আলম, তৃণমূল বিএনপি প্রার্থী মো. সোহরাব হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী মো. ইমদাদুল হক, বাংলাদেশ সাংস্কৃতিক জোট প্রার্থী মো. রবিন মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী সুব্রত পাল।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সাতজন প্রার্থীর মধ্যে ছয়জন দলীয় এবং একজন স্বতন্ত্র। তারা হলেন, আওয়ামী লীগ প্রার্থী নাজমুল হাসান পাপন এমপি, জাতীয় পার্টির প্রার্থী নূরূল কাদের সোহেল, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী মো. রুবেল হোসেন, এনপিপি প্রার্থী তারেক মোহাম্মদ শহীদুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী হেলাল উদ্দিন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী মোহাম্মদ আয়ূব হুসেন এবং স্বতন্ত্র প্রার্থী এডভোকেট মো. আব্দুছ ছাত্তার খোকন।