কিশোরগঞ্জের করিমগঞ্জে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকালে করিমগঞ্জ থানা প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার)।
এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান ও মেম্বার, পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন।
এছাড়া প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যয়নরত বিদেশী শিক্ষার্থীদের মধ্যে ২০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
করিমগঞ্জ থানার ওসি মো. শামছুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. আ.ন.ম নৌশাদ খান, করিমগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোসলেহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান মো. হান্নান মোল্লা, মহিলা ভাইসচেয়ারম্যান মোছা. আছমা আক্তার প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সমাবেশ সঞ্চালনা করেন করিমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন।
পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) তার বক্তৃতায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।