কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করিমগঞ্জের দেহুন্দা ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

 স্টাফ রিপোর্টার | ২১ ডিসেম্বর ২০২২, বুধবার, ৮:৪১ | করিমগঞ্জ  


কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে সাকুয়া বাজারে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক ছাত্রনেতা আবু তাহের।

দেহুন্দা ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক নিজাম উদ্দিন কাশেম মাস্টারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহির উদ্দিন ছফি।

সম্মেলনের প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম।

আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, দেহুন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মালেক ফকির, আওয়ামী লীগ নেতা মো. মাহমুদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা গেন্দু মিয়া, ছাত্রলীগ নেতা মো. উবায়দুল্লাহ প্রমুখ।

শেষে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে মো. নিজাম উদ্দিন কাশেম মাস্টারকে সভাপতি ও মো. সোহেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর