কিশোরগঞ্জে জমায়াতে ইসলামীর কর্মী সম্মেলন ঘিরে জেলার ১৩ উপজেলার ১০৮টি ইউনিয়নজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। সম্মেলন উপলক্ষে জেলা শহরকে বর্ণিল সাজে সাজানো হয়েছে।
দীর্ঘ ২১ বছর পর প্রকাশ্যে শনিবার (৩১ মে) শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে দলটির কর্মী সম্মেলন।
সর্বশেষ ২০০৪ সালে জেলা শহরের নগুয়া এলাকার একটি মাঠে ছোট করে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো।
এর আগে ১৯৯৬ সালে নির্বাচনের সময় পুরাতন স্টেডিয়ামে জনসভা করেছিল তারা। ওই সভায় দলটির তৎকালীন আমীর মাওলানা মতিউর রহমান নিজামী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সে সময় প্রচুর লোকসমাগম হয়েছিল।
২৯ বছর পর পুরাতন স্টেডিয়ামে কর্মী সম্মেলনে এবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
জানা গেছে, শুধুমাত্র 'জামায়াত' কর্মীদের জন্য এ সম্মেলন আয়োজন হলেও এতে উপস্থিতি থাকবে জামায়াতের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ সব পর্যায়ের জনশক্তির। এবার সম্মেলনে সব রেকর্ড ছাড়িয়ে ১ লাখের বেশি লোকের সমাগম হবে বলে আশা করছেন দলের নেতারা।
সম্মেলনকে ঘিরে সব উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের গুরুত্বপূর্ণ পয়েন্টে সাঁটানো হয়েছে পোস্টার, টাঙানো হয়েছে ব্যানার এবং ফেস্টুন। জেলা শহরের প্রবেশ পথগুলোতে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন তোরণ।
জেলা শহরের ভেতরের সড়কও ছেয়ে গেছে নানান রঙের তোরণে। স্টেডিয়ামে কর্মীদের বসার জন্য চেয়ারের ব্যবস্থা রেখে মাঠজুড়ে তৈরি করা হয়েছে প্যান্ডেল। কর্মী সম্মেলন ঘিরে শুধুমাত্র জেলা শহরেই অর্ধশত তোরণ নির্মাণ করা হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সম্মেলনের প্রস্তুতির বিষয় জানাতে বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১১টায় কিশোরগঞ্জ শহরের জেলা পাবলিক লাইব্রেরি’তে সংবাদ সম্মেলন করে জেলা জামায়াতে ইসলামী।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী বলেন, ‘দীর্ঘ প্রায় ২১ বছর আমরা জনসম্মুখে জামায়াতে ইসলামীর কোনো কর্মসূচী নিয়ে মাঠে থাকতে পারি নাই। বিশেষ করে বিগত ১৫ বছর আমরা কারারুদ্ধ ছিলাম। মামলা, হামলা, গুম, খুন উপেক্ষা করে আমরা কিশোরগঞ্জের রাজনীতিতে সক্রিয় ছিলাম। আমাদের মতো করে আমরা কাজ করেছি। জনগণের কাছে আমরা সংগঠনের দাওয়াত নিয়ে গিয়েছি। কিশোরগঞ্জের অগ্রগতি ও উন্নয়নের জন্য আমরা কাজ করেছি।’
জেলা জামায়াতের আমীর বলেন, ‘জুলাই আগস্ট বিপ্লবের পর আল্লাহতালা একটি মহা সুযোগ করে দিয়েছেন। এই সুযোগের প্রথম দিকে কিশোরগঞ্জের সংগ্রামী জনতাকে অবহিত করার জন্য এই কর্মী সম্মেলনের আয়োজন করেছি। কর্মী সম্মেলনে লক্ষাধিক লোকের সমাগম হবে বলে আশা করছি। জেলাব্যাপী দাওয়াতের কাজ হচ্ছে এবং আমাদের কর্মীদের মধ্যে একটা প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কিশোরগঞ্জের জনতার মধ্যে আমরা একটা আগ্রহ, উদ্দীপনা দেখতে পাচ্ছি। সবাই আমাদের উৎসাহিত করছে।’
তিনি বলেন, ‘এ সম্মেলন হবে শান্তিপ্রিয়। আমাদের নিজস্ব কর্মীবাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে। প্রশাসন আমাদের সহযোগিতা করবে। নিরাপত্তাবাহিনীর সহযোগিতা আমরা পাচ্ছি। অন্যান্য রাজনৈতিক দলেরও সহযোগিতা আমরা পাচ্ছি। আমরা আশা করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামীর বাংলাদেশ মানবিক বাংলাদেশ হবে। এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।’
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর ছাড়াও কিশোরগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কর্নেল (অব.) ডা. জেহাদ খান, কিশোরগঞ্জ-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোসাদ্দেক আলী ভূঁইয়া, কিশোরগঞ্জ-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শেখ মো. রোকন রেজা, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, জেলা প্রচার বিভাগের সেক্রেটারি শামসুল আলম সেলিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, শহর জামায়াতের আমীর আ ম ম আব্দুল হক, সদর জামায়াতের আমীর মাওলানা নজরুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কিশোরগঞ্জের কর্মী সম্মেলন হবে একটি সুন্দর ও সুশৃংখল সম্মেলন। ৩১ মে'র কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অধ্যাপক মুজিবুর রহমান ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. মাওলানা মো. ছামিউল হক ফারুকী এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ।
কর্মী সম্মেলনে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা জামাতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলী।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম বলেন, 'সম্মেলনে কর্মীদের বার্তা দেওয়া হবে, বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা যায়, জনগণের অধিকার কীভাবে প্রতিষ্ঠা করা যায় সে বিষয়ে একটি দিকনির্দেশনা দেওয়া হবে।'